বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নে ৪শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

॥আশিকুর রহমান॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৭ই জানুয়ারী বিকেলে সদর উপজেলার বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিন অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, সরকার উপজেলা পর্যায়ে কম্বল দিয়েছে। আমাদের ইউপি চেয়ারম্যান সাহেবরাও কম্বল দিয়েছেন। সমাজে সামর্থবান ব্যক্তি যারা রয়েছেন তারা প্রত্যেকেই যদি দরিদ্র মানুষদের কিছু কিছু করে কম্বল দেন তাহলে দরিদ্র মানুষের শীতে কষ্ট হবে না।
তিনি বলেন, বিএনপি সরকারের আমলে তারা বিভিন্ন জায়গায় উন্নয়ন করার বক্তব্য দিতেন। তাদের সেই উন্নয়ন শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতো; কখনো বাস্তবায়িত হতো না। আর আমরা উন্নয়নের কথা শুধু মুখেই বলিনা; আমরা কাজ করে দেখিয়ে দেই। জামায়াত ইসলামী বিএনপির সঙ্গী হয়ে ধর্মের নামে রাজনীতি করতো। তাদের সময় একটা মাদ্রাসায়ও ভবন নির্মাণ করা হয়নি। আমাদের আওয়ামী লীগ সরকারের সময় আমরা রাজবাড়ীর সব জায়গায় মাদ্রাসায় ভবণ নির্মাণ করে দিয়েছি।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা বলতো আওয়ামী লীগ সরকার কখনো বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারবেনা। আল্লাহ্র রহমতে এখন বিদ্যুতের কোন সমস্যা নেই। ধান-চালের কোন সমস্যা নেই। কৃষক তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। এরইমাঝে পেয়াজের দাম বেড়ে গেছে। তবে কৃষকরা এতে লাভবান হচ্ছে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষকের দেশ। কৃষকরা তাদের শরীরের ঘাম ঝড়িয়ে ফসল ফলাচ্ছেন। সাড়ে ৭ কোটি লোক থেকে এখন বাংলাদেশে ১৬ কোটি লোক। কোন লোকই না খেয়ে নেই। আজকে আমাদের দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আমরা বিদেশেও খাদ্য রপ্তানি করতে পারছি। আজকে আমাদের সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে। সাধারণত একটি উন্নত দেশে এগুলো দেয়। এ সবকিছুই জননেত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনায় সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন সৃষ্টি করেছেন। তিনি পুরুষ এবং নারীর মধ্যে বৈষ্যম্য কমিয়ে এনেছেন। তিনি নারীদের মূল্যায়ন করছেন। নারীরা নিজেরা যাতে সাবলম্বী হতে পারেন সেজন্য জননেত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে নারীরা সঞ্চয় করে লোন নিয়ে গাভী কিনে নিজের পায়ে দাড়াচ্ছেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মান্নান গাজীর সভাপেিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, উপ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন ও বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার।
বসন্তপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদুল ইসলাম, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুসল্লী, বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আদেল উদ্দিন মোল্লা, বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার সরকার, বসন্তপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশেম শিকদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী শেখ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লুৎফর, সহ-সভাপতি শাহিন ফকির শাফিন, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী ফকির, আওয়ামী লীগ নেতা মোঃ গোলাপ আলী ফকির, ছাত্রলীগ নেতা দেওয়ান মোঃ রিয়ান, জিদ্দি ফকিরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে বসন্তপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের চার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!