॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লল হাকিমের দিক-নির্দেশনা এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের সার্বিক সহযোগিতায় গতকাল ৬ই জানুয়ারী দুপুরে দ্বিতীয় দিনেরমত শীতবস্ত্র বিতরণ করেছে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল সোমবার উপজেলার উত্তর চরাঞ্চলের হাবাসপুর ইউপির পূর্বচরআফড়া, চররামনগর ও সাদারচরসহ আশপাশের ২হাজার হতদরিদ্র শীতার্থ নারী-পুরুষের মাঝে কম্বল এবং ১হাজার শিশু ছেলে-মেয়েদের মাঝে শীতের পোষক বিতরণ করা হয়।
চররামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনেরমত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসিএমও মোঃ মনোয়ার হোসেন জনি, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন ও মোল্লা তানজীর রহমান বাশার, পাংশা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন ও পাংশা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহম্মদ জুয়েলসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মৌরাট ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মিয়া, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সহিদুল ইসলাম সেলিম, মাছপাড়া ইউপি যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার কুটি, বাহাদুরপুর ইউপি ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেন, হাবাসপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক বিশ্বাস, পাট্টা ইউপি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নান্নুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চররামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন পর্বে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মজনু বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এলাকার উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের দিক-নির্দেশনা এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের সার্বিক সহযোগিতায় দ্বিতীয় দিনেরমত চরাঞ্চলে যুবলীগ-ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে, চররামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আগত বিভিন্ন বয়সের নারী-পুরুষ লোকজনের মাঝে কম্বল বিতরণ শেষে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকার প্রতিটি বাড়ীতে গিয়ে শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
পদ্মা তীরের দুর্গম চরাঞ্চলের মানুষ শীতবস্ত্র পেয়ে খুশি হয়। তারা জানায়, গত বছরেও মিতুল হাকিমের সার্বিক ব্যবস্থাপনায় অত্র এলাকার মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। গতবারের চেয়ে এবারে বেশি মানুষ কম্বল ও শীতের পোষাক পেয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।