॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম আবির্ভাব বর্ষস্মরণ উপলক্ষে মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩রা জানুয়ারী শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে শহরের বিনোদপুর ভাজনবাড়ী সংলগ্ন রাঁধা গোবিন্দ জিউঁর মন্দির থেকে একটি মাঙ্গলিক শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রম করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর বিকেলে রাঁধা গোবিন্দ জিউঁর মন্দিরে ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলার ধর্মীয় নেতারা বক্তব্য দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ শ্রী নারায়ন চন্দ্র দাস ও পরিচালনা করেন শ্রী চঞ্চল কুমার দে।
এ সময় ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী নিতিশ কুমার দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।