সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

॥আশিকুর রহমান॥ ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-শ্লোগানকে সামনে রেখে গতকাল ১লা জানুয়ারী দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু এবং মূলঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোঃ শাহনেওয়াজ শানু বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনয় কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন, আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের শিক্ষা খাত-কৃষি খাত থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাপক সফলতা অর্জন করে চলেছেন। আজকের এই বই উৎসবের মধ্য দিয়ে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাচ্ছে। সারা বিশ্বে এটি একটি বড় বিস্ময়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের সকল ক্ষেত্রে উন্নতির জোয়ার বয়ে চলে।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ একটি অভিন্ন নাম। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলার। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তার সুযোগ্য কন্যা চার বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সকলে তার জন্য দোয়া করবো, যেন তিনি বাংলাদেশ ও বাঙালী জাতিকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন।
উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে কাজী ইরাদত আলী বলেন, সন্তানদের শুধু বই পড়ার উপর চাপ দিলেই চলবে না-তাদেরকে শিক্ষাদানের পাশাপাশি সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। তাদের প্রতি খেয়াল রাখতে হবে, যত্নবান হতে হবে। কাদামাটি ছেনে যেমন কুমাররা যেমন মাটির হাঁড়ি-পাতিল তৈরী করেন, তেমনি একটি শিশু যখন বড় হতে থাকে তখন তাকে কাদামাটির মতোই যেভাবে গড়বেন সেভাবেই সে গড়ে উঠবে। শুধুমাত্র স্কুলের রেজাল্ট ভালো হতে হবে-বিষয়টা এমন নয়। যে শিশু যেভাবে গড়ে উঠতে চায়, যেভাবে তার মানসিকতা বিকশিত হয়ে চায় সেভাবেই তাকে গড়ে তুলবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!