॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের পাবলিক হেলথ এলাকার তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসায় গতকাল ১লা জানুয়ারী সকালে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মাদ্রাসার শিক্ষক একরামুল হক, হাফেজ মাওলানা মোঃ আলিমুজ্জামান, হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসার প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মফিজুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। ২০২০ শিক্ষাবর্ষ থেকেই আমরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু করেছি। আমাদের প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত এবং হেফজুল কোরআন শাখায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। এর পাশাপাশি মাদ্রাসার সকল শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছে। মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের সময়োপযোগী যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবো।