॥স্টাফ রিপোর্টার॥ গতকাল মঙ্গলবার জেএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মোট ৫জন জিপিএ-৫ পেয়েছে।
এরমধ্যে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৩জন এবং বাকি ২জন প্রপার হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হানের মেয়ে আদ্রিতা রায়হান সিমিও রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, গোয়ালন্দ উপজেলায় এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়(জেএসসি) অংশ নিয়েছিল ১হাজার ৬৮৯জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১হাজার ২৮৪জন। পাশের গড় হার ৭৬.০২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট পাঁচজন।
জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায়(জেডিসি) অংশ নিয়েছিল মোট ২০১জন। এরমধ্যে পাশ করেছে ১৯২ জন। পাশের গড় হার ৯৫.৫২ শতাংশ। এরমধ্যে একজনও জিপিএ-৫ পায়নি।
জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫জনের মধ্যে শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পেয়েছে ৩জন। বাকি ২জন হলো প্রপার হাই স্কুলের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া লোটাস কলেজিয়েট স্কুল।
এছাড়া ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর একটিও জিপিএ-৫ পায়নি। ১১৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছে ১০৫জন। পাশের হার ৯২.১১ শতাংশ। এছাড়া গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল মোট ১৩৯জন। এরমধ্যে পাশ করেছে ১২৮জন। এ পেয়েছে ১৬জন। পাশের হার ৯২.০৯ শতাংশ।
গোয়ালন্দ উপজেলার মধ্যে একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে তিনজন জিপিএ-৫ পাওয়ায় অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষা আশুতোষ সরকার বলেন, নিয়মিত পাঠদানের পাশাপাশি শ্রেণী শিক্ষকদের ছিল বাড়তি নজরদারি। এ ছাড়া প্রত্যেক অভিভাবক সচেতন থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে পাঠদানে বেশি মনোযোগী ছিল। তবে জিপিএ-৫ এর সংখ্যা আরো বেশি আশা করেছিলাম।