॥স্টাফ রিপোর্টার॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে তথ্য মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল ৩০শে ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কামরুন নাহার বিসিএস(তথ্য সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। আজ ৩১শে ডিসেম্বর তিনি তথ্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে। তথ্য সচিব হিসেবে তিনিই প্রথম নারী কর্মকর্তা ।
কামরুন নাহার বিসিএস(তথ্য-সাধারণ) ক্যাডারের জ্যেষ্ঠতম সদস্য। সচিব পদে যোগদানের আগে তিনি সরকারের প্রথম নারী প্রধান তথ্য অফিসার ছিলেন। এর পূর্বে তিনি গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর(ডিএফপি) এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তথ্য সচিব কামরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮২ সালে সমাজকল্যাণে অনার্স ও ১৯৮৩ সালে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ১৯৮৬ সালের ২১শে জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়ার জেলা তথ্য অফিসার হিসেবে চাকুরী জীবন শুরু করেন। তাঁর স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত।