মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে গতকাল ৩০শে ডিসেম্বর বিকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী, সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদস্য এডঃ আসাদুজ্জামান লাল, যুগ্ম-আহ্বায়ক ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, আকমল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, এডঃ নেকবর হোসেন মনি, জেলা জাসাসের সভাপতি শেখ আব্দুর রউফ হিটু, যুবদল নেতা এস.এম কাওছার মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নেতা মনিরুজ্জামান মনি, বাস্তুহারা দল নেতা মহব্বত হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বলেন, ২০১৮ সালের এই দিনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সম্পূর্ণরূপে প্রহসনের একটি নির্বাচন। রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করে ভোটারবিহীন লোক দেখানো যে নির্বাচন করা হয় তা কখনো গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না।
অন্যান্য বক্তাগণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!