মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে সোনালী অতীত ক্লাবের আয়োজনে ক্রীড়া উৎসব-মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সোনালী অতীত ক্লাবের আয়োজনে গতকাল ২৭শে ডিসেম্বর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে দিনব্যাপী ক্রীড়া উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। জেলার প্রায় পৌনে ২শত প্রাক্তন খেলোয়াড়র এতে অংশগ্রহণ করেন।
সকালে সবাই একসাথে নাস্তা করার পর প্রীতি হান্ডবল খেলার মধ্য দিয়ে শুরু হয়ে কয়েকটি গ্রুপে ভলিবল, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার পর মধ্যাহ্নভোজ, আলোচনা, সকলের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে টি-শার্ট বিতরণ ও ফটোসেশনের মাধ্যমে দিনব্যাপী এই ক্রীড়া উৎসব ও মিলন মেলা সমাপ্ত হয়।
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী।
সোনালী অতীত ক্লাব রাজবাড়ীর সভাপতি আজাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাঁতার কোচ এরশাদুন্নবী শেলু, ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আকতারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সকালে হাঁটার গ্রুপ ‘ভোরের সাথী’র আহ্বায়ক আব্দুস সামাদ রাশেদ, এডঃ আহম্মেদ আলী বাটু, রুহুল আমিন হীরা, টিটু চৌধুরী, শাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক শাহাদত হোসেন সাহা।
অনুষ্ঠানের বক্তাগণ রাজবাড়ী জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা ও পাস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!