॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সোনালী অতীত ক্লাবের আয়োজনে গতকাল ২৭শে ডিসেম্বর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে দিনব্যাপী ক্রীড়া উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। জেলার প্রায় পৌনে ২শত প্রাক্তন খেলোয়াড়র এতে অংশগ্রহণ করেন।
সকালে সবাই একসাথে নাস্তা করার পর প্রীতি হান্ডবল খেলার মধ্য দিয়ে শুরু হয়ে কয়েকটি গ্রুপে ভলিবল, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার পর মধ্যাহ্নভোজ, আলোচনা, সকলের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে টি-শার্ট বিতরণ ও ফটোসেশনের মাধ্যমে দিনব্যাপী এই ক্রীড়া উৎসব ও মিলন মেলা সমাপ্ত হয়।
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী।
সোনালী অতীত ক্লাব রাজবাড়ীর সভাপতি আজাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাঁতার কোচ এরশাদুন্নবী শেলু, ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আকতারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সকালে হাঁটার গ্রুপ ‘ভোরের সাথী’র আহ্বায়ক আব্দুস সামাদ রাশেদ, এডঃ আহম্মেদ আলী বাটু, রুহুল আমিন হীরা, টিটু চৌধুরী, শাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক শাহাদত হোসেন সাহা।
অনুষ্ঠানের বক্তাগণ রাজবাড়ী জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা ও পাস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।