॥রফিকুল ইসলাম॥ ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় গত ২৬শে ডিসেম্বর দিবাগত গভীর রাতে ঈগল পরিবহনের একটি নৈশকোচ দুর্ঘটনায় ৩২জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে গোয়ালন্দ ও ফরিদপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বরিশাল থেকে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি রাত আড়াইটার দিকে চর খানখানাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ধারণা করা হচ্ছে, রাতে বৃষ্টি হওয়ায় এবং ঘটনাস্থলের পাশের ইটভাটার মাটি থাকায় সড়কে পড়ে পিচ্ছিল হয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভূঁইয়া জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।