॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী ও আশপাশের এলাকার ১০-১৮ বছর বয়সী শিশুদের নিয়ে গঠিত ‘চাইল্ড ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গতকাল ২৬শে ডিসেম্বর দৌলতদিয়ার এনজিও মুক্তি মহিলা সমিতির কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও সেভ দ্যা চিলড্রেন ও মুক্তি মহিলা সমিতি এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ও চালন্ড ক্লাবের সভাপতি ফারহান আহম্মেদ ইয়াছিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও শিক্ষাসহ নানা বিষয়ে আলোচনা করেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ যৌনকর্মী ও কিশোর-কিশোরীদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের দেয়া শীতবস্ত্র বিতরণ করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং চাইল্ড ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।