॥চঞ্চল সরদার॥ ‘নারীর অধিকার রক্ষা করুন, আলোকিত সমাজ গড়ুন’-শ্লোগানকে সামনে রেখে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার স্মরণে রাজবাড়ী পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে গতকাল ২৬শে ডিসেম্বর সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের(৭,৮,৯) কাউন্সিলর মরিয়ম কাজী, পৌরসভার সহকারী প্রকৌশলী(পানি সরবরাহ) ও ভারপ্রাপ্ত সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের(১,২,৩) কাউন্সিলর এবং নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ফারজানা আলম ডেইজী।
বক্তাগণ বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীদের অগ্রদূত। তিনি আজীবন নারীর ক্ষমতায়নে কাজ করে গেছেন।