॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদরের বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে শীতার্থ দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন এনসিটিএফ-এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি।
গত ৩দিন ধরে (২৪, ২৫ ও ২৬শে ডিসেম্বর) তিনি রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোসেড, সজ্জনকান্দা, ধুঞ্চি, লক্ষ্মীকোলসহ রামকান্তপুর, চন্দনী, বাগমারা, মিজানপুর প্রভৃতি এলাকায় হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন। শীতে চরম কষ্টের মধ্যে থাকা অসহায়-দুঃস্থ মানুষগুলো এই কম্বল পেয়ে খুব খুশি হন এবং তরুণ সমাজসেবক রাফির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাদমান সাকিব রাফি জানান, হতদরিদ্র শীতার্থ মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে আমি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের কাছে অনুরোধ জানিয়েছিলাম জেলা প্রশাসন থেকে কিছু কম্বল দেয়ার জন্য। তিনি আমার অনুরোধে সাড়া দিয়ে জেলা প্রশাসন থেকে ১০০ পিস কম্বলের ব্যবস্থা করে দিয়েছিলেন। পরে আমি আমার সংগঠনের কয়েকজন কর্মীকে নিয়ে রাজবাড়ী শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র-অসহায় মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাদের হাতে কম্বলগুলো তুলে দেই। কম্বলগুলো দিয়ে সহযোগিতা করায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানসহ জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, সাদমান সাকিব রাফি রাজবাড়ী জেলা এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স)-এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে এনসিটিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
শীতের সময় দরিদ্র শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও সারা বছরই তিনি তার সংগঠনের কর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।