মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘শ্রেষ্ঠ শিক্ষক অ্যাওয়ার্ড’ বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার আয়োজনে ‘শ্রেষ্ঠ শিক্ষক অ্যাওয়ার্ড’ বিতরণ গতকাল ২৫শে ডিসেম্বর বেলা ১১টায় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রমজান আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানম, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, কালুখালীর আয়না আদর্শ একাডেমীর পরিচালক মোঃ শওকত আলী ও বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ আলী আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক মাতৃকণ্ঠ ও বিজয় টিভি।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস বলেন, কিন্ডার গার্টেন স্কুলগুলোর সাথে সংশ্লিষ্টদের প্রধান দায়িত্ব হলো যে সকল শিশুরা কিন্ডার গার্টেন স্কুলে জীবনের প্রথম লেখাপড়া শুরু করে তারা যাতে ঠিকমতো শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে মনোযোগী হওয়া। আমার জানা মতে রাজবাড়ীতে কিন্ডার গার্টেন স্কুল যারা পরিচালনা করেন তাদের মধ্যে ২টি গ্রুপ আছে। আমরা রাজবাড়ী জেলার ৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ বসে এই গ্রুপিং সমস্যার সমাধান করে দিবো, যাতে তারা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে তাদের উন্নয়নে কাজ করতে পারে। এছাড়া রাজবাড়ীর কিন্ডার গার্টেন স্কুলগুলোর সরকারী বই প্রাপ্তিসহ যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। আমি শিক্ষকতা করেছি, তাই আমি বুঝি শিক্ষকদের কীভাবে মূল্যায়ন করতে হয়। আজকে যারা শ্রেষ্ঠ শিক্ষক হয়ে পুরস্কার গ্রহণ করছেন, আমি আশা করি তারা ভবিষ্যতে আরো ভালো করে পাঠদান করবেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে কিন্ডার গার্টেন স্কুলগুলোর যে কোন সমস্যার বিষয়ে তাকে জানালে সাধ্যমতো সেগুলোর সমাধানের আশ্বাস দেন।
আলোচনা পর্বের শেষে সংগঠনের অন্তর্ভুক্ত জেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের ৩শত জন শিক্ষকের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত ২২জন শিক্ষককে ‘শ্রেষ্ঠ শিক্ষক অ্যাওয়ার্ড’ হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীগণসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!