॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতে গত এক বছরে ১৩৪জন বাংলাদেশী মারা গেছেন বলে জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গত ১৮ই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্থ বাংলাদেশের দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এই তথ্য জানান।
পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান, আমিরাতে যারা বিভিন্ন কারণে আটক আছেন তাদেরকে দেশে পাঠাতে চলতি বছরে প্রায় ১৫০ বার ‘জেল ভিজিট’ করা হয়েছে। ৪হাজার ২৪৮ জন বাংলাদেশী নাগরিকের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। সরকারী খরচে ২৫জনের মতো অসুস্থ্য বাংলাদেশীকে দেশে পাঠানো হয়েছে। যে ১৩৪ জন প্রবাসী মারা গেছে তার মধ্যে ৪৪ জনকে সরকারী খরচে দেশে পাঠানো হয়েছে। এছাড়া মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ ৪৫ কোটি টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। কেউ মারা গেলে মৃতদেহ দেশে পাঠাতে ২৪ঘন্টা দূতাবাসের সেবা চালু রয়েছে।