॥শেখ মামুন॥ রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা গতকাল ২৩শে ডিসেম্বর থেকে ইয়াছিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়েছে।
রাজবাড়ী সদরের ১০টি কিন্ডার গার্টেনের(গাইড লাইন স্কুল, রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুল, গোল্ডেন লাইফ স্কুল, রাজবাড়ী কালেক্টরেট প্রাথমিক বিদ্যালয়, হলি চাইল্ড স্কুল, প্রজাপতি মডেল কিন্ডারগার্টেন, পাবলিক মডেল স্কুল, সিংগা-নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুল, খান আইডিয়াল একাডেমী, আলোর দিশারী কিন্ডার গার্টেন) নার্সারী থেকে ৫ম শ্রেণীর ১৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষা চলাকালে রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী শেখ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক, পরীক্ষা পরিদর্শক সুব্রত নন্দী, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, আজ ২৪শে ডিসেম্বর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর খাতা দেখাসহ আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম শেষে ৩টি গ্রেডে (সুপার ট্যালেন্ট, ট্যালেন্টপুল ও সাধারণ) নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান করা হবে।