মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর পদ্মা নদীতে মালবাহী ট্রলার ডুবে নিখোঁজ ৪জন শ্রমিকের সন্ধান দুইদিনেও মেলেনি

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

॥হেলাল মাহমুদ॥ ২দিন পার হয়ে গেলেও রাজবাড়ীর পদ্মা নদীতে পাথরবাহী ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ৪জন শ্রমিকের সন্ধান এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরীদের উদ্ধার তৎপরতা চলছে।
গত ২০শে ডিসেম্বর দুপুরে পাবনার কাজীর হাট থেকে রাজবাড়ীর গোদার বাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রলার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তার মোড় এলাকায় পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১০ জন শ্রমিকের মধ্যে ৬জন সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও ৪জন নিখোঁজ হয়। ঘটনার পর পরই রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু তাদের সাথে ডুবুরী না থাকায় উদ্ধার তৎপরতা ফলপ্রসু হয়নি। কুয়াশার কারণে ওই দিন সন্ধ্যায় পর উদ্ধার অভিযান স্থগিত করে পরদিন গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস। বেলা ১১টার দিকে প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফায়ার সার্ভিসের ৬জন এবং এরপর দুপুরে খুলনা থেকে নৌ বাহিনীর ৮জন ডুবুরী এসে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। তাদের সম্মিলিত ব্যাপক তৎপরতায়ও এ পর্যন্ত নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি।
নিখোঁজ শ্রমিকরা হলো ঃ নূরুজ্জামান শেখ(৪০), আব্দুল শেখ(৪৩), ফারুক প্রামানিক(৪০) ও আলামিন(৪৫)। তাদের সবার বাড়ী সিরাজগঞ্জ জেলায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার গতকাল শনিবার সন্ধ্যায় জানান, রাজবাড়ীতে কোন ডুবুরী না থাকায় খুলনা থেকে নৌ বাহিনীর ৮জন এবং মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ৬জন ডুবুরী এনে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। প্রশাসন ও জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন আমাদেরকে সহযোগিতা করছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!