॥এম.এইচ আক্কাছ॥ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল ফের ৫ঘন্টা বন্ধ ছিল। দ্বিতীয় দিনের মতো গতকাল ২১শে ডিসেম্বর ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার জুড়ে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, দৌলতদিয়া ঘাট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাকসহ কয়েকশত যানবাহন সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে।
অপরদিকে চাপ কমাতে দৌলতদিয়া ঘাটের প্রায় ১২ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় পণ্যবাহী কয়েকশত ট্রাক আটকে রাখে হাইওয়ে থানার পুলিশ।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে আবার ফেরী চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরী বন্ধ থাকায় কয়েকশত যানবাহন আটকা পড়ে।