॥কবির হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কামরুল ইসলাম ডিগ্রী কলেজ জাতীয়করণের অংশ হিসেবে গত ১৭ই মে রাত ৮টায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর বাসভবনে কলেজের জমির দানপত্র দলিল সম্পাদন করা হয়েছে।
কলেজের গভর্নিং বডি’র সভাপতি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আনুষ্ঠানিকভাবে সরকারের অনুকূলে ১২ কোটি ৭১ লক্ষ ৩১হাজার টাকা মূল্যের কলেজের ১একর ৪৮শতাংশ জমির দানপত্র দলিলে স্বাক্ষর করেন। এ সময় গোয়ালন্দের সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, দলিলের স্বাক্ষী হিসেবে গভর্নিং বডি’র সদস্য মোঃ আলাউদ্দিন, উপাধ্যক্ষ মোঃ আব্দুল হালিম তালুকদার, সহযোগী অধ্যাপক আবু মুসা বিশ্বাস ও শামসুন নাহার সিদ্দিকী, শিক্ষক মন্ডলী, গভর্নিং বডি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী কলেজটি জাতীয়করণের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।