Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অবশেষে বিএনপি থেকে পদত্যাগ করলেন ইসলামপুর ইউপির চেয়ারম্যান আবুল॥আওয়ামী লীগে যোগদানের গুঞ্জন

॥স্টাফ রিপোর্টার॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপি থেকে পদত্যাগ করেছেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বালিয়াকান্দি উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান ওরফে আবুল খাঁ।
গতকাল ২০শে ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে তিনি রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ মোঃ লিয়াকত আলীর শহরের ভবানীপুরস্থ বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে তার হাতে পদত্যাগ পত্র জমা দেন। কয়েকজন সমর্থক এ সময় মোঃ আবুল হোসেন খানের সাথে ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক বরাবর লিখিত পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, ‘আমি ব্যক্তিগত শারীরিক অসুস্থতাজনিত কারণে দলের কাজকর্ম পরিচালনা করতে অক্ষম বিধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ এবং বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি পদ হতে পদ্যতাগ করলাম’।
উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বিভিন্ন দলের চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করলেও আবুল হোসেন খান ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েও দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর পরিবর্তে ব্যক্তিগত পছন্দের প্রতীকে নির্বাচন করে জয়ী হন। সর্বশেষ তার আওয়ামী লীগে যোগদানের গুঞ্জন এবং গত ১৮ই ডিসেম্বর অনুষ্ঠিত বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার উপস্থিতি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে গত ১৯শে ডিসেম্বর দৈনিক মাতৃকণ্ঠে “বালিয়াকান্দিতে আ’লীগের সম্মেলনে বিএনপি নেতা আবুল হোসেনের উপস্থিতি নিয়ে ক্ষোভ!” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার একদিন পর তিনি বিএনপি ছাড়লেন।