॥মোক্তার হোসেন॥ আজ ১৫ই ডিসেম্বর বাংলা সাহিত্যের অমর গদ্য লেখক, বঙ্গীয় মুসলিম রেনেসাঁর অন্যতম অগ্রদূত সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ৭৯তম মৃত্যু বার্ষিকী।
‘ধর্মের কাহিনী’ (১৯১৪), ‘নূরনবী’ (১৯১৮), ‘শান্তিধারা’ (১৯১৯), ‘মানব মুকুট’ (১৯২২) প্রভৃতি গ্রন্থের লেখক সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জন্ম ১৮৮৮ সালে। তৎকালীন সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা ‘কোহিনূর’ সম্পাদক রওশন আলী চৌধুরীর কনিষ্ঠ ভ্রাতা তিনি। সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী চির কুমার ছিলেন। যক্ষারোগে আক্রান্ত হয়ে তিনি ১৯৪০ সালের ১৫ই ডিসেম্বর মারা যান।
পাংশায় যথাযোগ্য মর্যাদায় তার ৭৯তম মৃত্যু বার্ষিকী পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ঃ পবিত্র কোরআনখানী, কবর জিয়ারত, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামস্থ সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর সমাধিস্থলে এসব কর্মসূচী পালিত হবে।
কর্মসূচী বাস্তবায়নে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, লেখক-কবি-সাহিত্যিক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।