সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ভারত-বাংলাদেশ সম্প্রীতি ও মিলন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীতে ভারত-বাংলাদেশ সম্প্রীতি ও মিলন সভা গতকাল ১৪ই ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর অরণী সাংস্কৃতিক সংসদ, আবোল তাবোল শিশু সংগঠন ও জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে স্টেডিয়াম সংলগ্ন আবোল তাবোল শিশু সংগঠনের কার্যালয়ে এই সম্প্রীতি ও মিলন সভার আয়োজন করা হয়।
আবোল তাবোল শিশু সংগঠনের সভাপতি এডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার মহারাণী কাশেশ্বরী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সীমা চক্রবর্তী, অন্যানের মধ্যে ওই কলেজের শরীর চর্চা ও যোগাসন বিষয়ের প্রশিক্ষক সুবিমল দেব, অধ্যাপক শ্যাম প্রসাদ রাম, অধ্যাপক দেবব্রত ভৌমিক, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর-উল-করিম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সবিতা চন্দ গুহ, অরণী সাংস্কৃতিক সংসদ ও জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি এবং জেলা জাসদের(ইনু) সাধারণ সম্পাদক মুনিরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের কথা উল্লেখ করেন এবং দু’দেশের জনগণের মধ্যে সম্প্রীতির মিলনমেলা গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, দূষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে আসা ১০ সদস্যের সাইকেলিস্ট দলের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময় রাজবাড়ীতে ভারত-বাংলাদেশ সম্প্রীতি ও মিলন সভা থেকে তাদের ফুলের তোড়া দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!