শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ কর্ণার উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০১৭

॥রফিকুল ইসলাম॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.এস.এম ওয়াহিদুজ্জামান গতকাল ১৩ই মে বিকেলে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ কর্ণার’ উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক(মাধ্যমিক) প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন এবং পরিচালক(ঢাকা অঞ্চল) প্রফেসর মোঃ ইউসুফ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিপন্ন উদ্ভিদ ও প্রাণি সংরক্ষণ ফাউন্ডেশন, বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল আক্তারুজ্জামান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজিজা খানম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সৈয়দা মনোয়ারা বেগম এবং কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর মাহফুজা খাতুনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.এস.এম ওয়াহিদুজ্জামান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমরা নকলকে উৎসাহিত করবো না। নকল পড়ে থাকলেও আমরা সেটা ধরবো না। নকলকে প্রশ্রয় দেবো না। নকলবাজকে ঘৃণা করবো। নকলকে প্রতিরোধ করবো। যে সকল প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সকল প্রজাতির উদ্ভিদ আমরা রোপন করবো। সবুজ শিক্ষাঙ্গন তৈরী করবো। সবচেয়ে প্রয়োজনীয় জিনিস অক্সিজেন তৈরী করবো। আমরা সবুজ বৃক্ষ রোপন করবো সবুজ বাংলাদেশ গড়ে তুলবো।
বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ঢাকা অঞ্চল) প্রফেসর মোঃ ইউসুফ বলেন, আমরা এমন শিক্ষা চাই যা জাতির কল্যাণ হবে। শিক্ষকেরা এমন কথা বলবেন যার দ্বারা শিশুরা ভাল মানুষ হওয়ার জন্য উৎসাহিত হয়। আমরা সবাই ভাল মানুষ হওয়ার চেষ্টা করবো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক(মাধ্যমিক) প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন বলেন, আমরা তোমাদেরকে প্রযুক্তির মাধ্যমে বহুদূরে নিয়ে যেতে চাই। তোমরা সবাই ভাল মানুষ হবে। বাল্য বিবাহ রোধ করবে। আমাদের ভাল মানুষ দরকার। তোমরা ভাল মানুষ হওয়ার প্রতিজ্ঞা করো।
উদ্বোধনকৃত রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের ‘বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ কর্ণার’-এ তমাল, চাপালিশ, বিঠা, আমলকি, পালাম, মহুয়া, টেবুবুইয়া, অলক প্রভৃতি গাছের চারা রোপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!