মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার আনন্দ ভ্রমন

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে গত শুক্রবার বিকেলে প্রথম আলো বন্ধুসভার আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। আনন্দ ভ্রমনের মধ্যে ছিলো নৌকা ভ্রমন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। ‘আলো ও আনন্দে চলো বন্ধুরা, ভালো কাজে সকলে মিলি আমরা’ স্লোগান সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শুক্রবার বিকেল তিনটা বাজতে না বাজতেই প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার বন্ধুরা সমবেত হয় গোদার বাজার ঘাটে। সেখানে আগে থেকেই নৌকা অপেক্ষা করছিলো। একেএকে বন্ধুরা নৌকায় উঠার পর যাত্রা শুরু করা হয়।
শুরুতেই বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এরপর শুরু হয় হৈহুল্লর। নৌকা চলতে থাকে। সেই সঙ্গে পরিবেশন করা হয় গান। ঘন্টাখানেক ইঞ্জিন চালিত নৌকা চলার পর পদ্মা পাড়ে সিলিমপুর চরে ভেড়ানো হয় নৌকা। চরে নেমেই বন্ধুরা মেতে উঠে ছবি ও সেলফি তুলতে। কেউ অবলোকন থাকে প্রকৃতি। সন্ধ্যার আগেই সবাই উঠে বসে নৌকায়। নাস্তা সেরে গানের ফাঁকে ফাঁকে করা হয় র‌্যাফেল ড্র। সন্ধ্যা সাড়ে ৬টায় ঘাটে নামার মধ্যে দিয়ে শেষ হয় মিলন মেলা।
ভ্রমনে নতুন ও পুরোনো ১০৪ জন বন্ধু অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উপদেষ্টা রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোঃ নূরুজ্জামান, বন্ধুসভার সভাপতি ও ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম বাবু, বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়াল মাহমুদ, ইফফাত আরা অনন্যা, সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস, পাঠচক্র বিষয়ক সম্পাদক ও কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম, সাহিত্য বিষয়ক সম্পাদক আশিফ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক ও কালুখালী শিল্পকলা একডেমীর সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক রিদয় খান রিমন, দপ্তর সম্পাদক ফারজানা তাবাসসুম দিবা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এরিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।
এছাড়াও বন্ধুসভার বন্ধু উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সহ-সভাপতি কাজী শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বার, ব্যাংক কর্মকর্তা মুঃ মোবারক আলী, নির্বাহী সদস্য সুমা কর্মকার, ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রিপন, নারীনেত্রী শাহিনা সুলতানা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী সদর উপজেলার সভাপতি রাকিবুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, স্কুল শিক্ষক আকলিমা খাতুন, স্কুল শিক্ষক রাকিয়া খাতুন, স্কুল শিক্ষক মোঃ রুবেল, কলেজ শিক্ষক মামুনুর রশিদ মামুন, উদ্যোক্তা জহিরুল ইসলাম জহির ও সমাজ উন্নয়ন কর্মী স্বান্তনা বিশ্বাস।
সংগীত পরিবেশনে অংশগ্রহণ করেন বন্ধুসভার সভাপতি শামীমা আক্তার মুনমুন, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, পাঠচক্র বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা বেগম, সাহিত্য বিষয়ক সম্পাদক আশিফ মাহমুদ, আলী রেজা, বন্ধু শাহিনা সুলতানা, বন্ধু কুইন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল জব্বার, উদীচীর সহ-সভাপতি কাজী শামসুল আলম, সুমা কর্মকার, সানিয়া জামান মুক্তা, ফিরোজা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন।
আনন্দ ভ্রমনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!