॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে বাংলাদেশী এক পরিচ্ছন্নতা কর্মী পড়ে পাওয়া ১৫ কেজি সোনা কর্র্তৃপক্ষের কাছে জমা দিয়ে সততার নজির গড়েছেন। এ জন্য তিনি প্রশংসিত হচ্ছেন।
জানা গেছে, সম্প্রতি প্রবাসী বাংলাদেশী তাহের আলী মকবুল দুবাইয়ের আল সাবখা পার্কিং এলাকায় পরিচ্ছন্নতার কাজ করার সময় একটি ব্যাগভর্তি ১৫ কেজি সোনা পড়ে পান, বাংলাদেশী মুদ্রায় যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। বিষয়টি তিনি দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে জানান এবং তাদের কাছে সেই স্বর্ণ জমা দেন। তার সততায় মুগ্ধ হয়ে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ তাকে সম্মাননাস্বরূপ একটি প্রশংসাপত্র প্রদান করেছে।