মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে রেলওয়ের শত শত একর জমি ও স্টাফ কোয়ার্টার এখন বেদখল॥কর্তৃপক্ষ নীরব

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে বেদখল হয়ে গেছে রেলওয়ের শত শত একর জমি ও স্টাফ কোয়ার্টার। রেলওয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে দিনের পর দিন এসব সম্পত্তি বেদখল হয়ে গেলেও দেখছে না কেউ।
প্রভাবশালী অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব জমি দখল করে কোথাও মার্কেট, কোথাও বাজার আবার কোথাও বস্তি গড়ে তুলেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কার্যালয়ও রয়েছে রেলওয়ের জমিতে। বছরের পর বছর চলে গেলেও এসব জমি উদ্ধার করতে পারছে না রেলওয়ে।
রেলের শহর হিসেবে খ্যাত রাজবাড়ী। এক সময় এখানে রেলওয়ের রমরমা অবস্থান থাকলেও এখন রয়েছে নাজুক অবস্থায়।
রাজবাড়ীতে রেলওয়ের জমির পরিমান প্রায় ১হাজার ৭শত ৩একর। এর মধ্যে রেললাইন, স্টেশন, ব্রিজ, বিভিন্ন কোয়ার্টার ও স্থাপনাসহ অপারেশনাল জমির পরিমাণ ১হাজার ৪০ একর। নদী গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ৯১ একর জমি। আর জেলা প্রশাসনের আওতায় রয়েছে প্রায় ১৫ একর জমি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ব্যবসা এবং বিভিন্ন কারণে লাইসেন্স বা লিজ দেয়া হয়েছে ১দশমিক ২৬ একর জমি। এর বাইরে মৎস্য ও কৃষিসহ প্রায় সবই রয়েছে অবৈধ দখলে। বেদখল হয়ে যাওয়া এই বিপুল পরিমাণ জমির মূল্য শত কোটি টাকা।
অপরদিকে, ৪৬৫টি স্টাফ কোয়ার্টারের মধ্যে ৩৪৬টি কোয়ার্টার অবৈধভাবে দখল করে ব্যবহার করছে সাধারণ মানুষ। আবার এসব কোয়ার্টারের মধ্যে কেউ কেউ একাধিক কোয়ার্টার দখল করে ভাড়া দিয়ে পুরো টাকাটাই ভরছে নিজের পকেটে।
রাজবাড়ী রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী হাফিজুল রহমান জানান, আমাদের লোকবল কম। অবৈধ স্টাফ কোয়ার্টার উচ্ছেদের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু দখলমুক্ত করা যাচ্ছে না। তবে সরকার এসব কোয়ার্টার ভেঙে ফেলে নতুন করে বহুতল ভবন করার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজবাড়ী রেলওয়ের ফিল্ড কানুন গো সাজ্জাদ হোসেন জানান, ইতোমধ্যে আমরা কালুখালী উপজেলায় রেলওয়ের অবৈধ জমি উদ্ধারের কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে রাজবাড়ীতেও শুরু হবে।
অবৈধ জমি উচ্ছেদের পর তা রক্ষণাবেক্ষণ এবং সঠিকভাবে ব্যবহার ও লীজ দেয়া হলে বিপুল পরিমানের অর্থ রাজস্ব আদায় হবে। এ জন্য রেলের পাশাপাশি বিভিন্ন সরকারী বিভাগকেও এগিয়ে আসার আহ্বান জেলাবাসীর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!