Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর কল্যাণপুর-দৌলতদিয়া ঘাট থেকে ১হাজার ৫বোতল ফেন্সিডিলসহ ৩জন গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের পৃথক অভিযানে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ১হাজার ৫ বোতল ফেন্সিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি প্রাইভেট কার আটক করা হয়েছে।
র‌্যাব জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১২ই ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরের চাতাল মার্কেটের সামনে মহাসড়কে কালো রঙের একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করে ৩৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (২৫)কে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলা সদরের ঝাঝড়ি বেগমপুর বিলপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫ নং ফেরী ঘাটের সামনে থেকে নেভি ব্লু রঙের আরেকটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করে ৬৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক ব্যবসায়ী সজীব আহম্মেদ(২৮) ও রুহিন হোসেন বাপ্পী (২৮)কে গ্রেফতার করা হয়। সজীব আহম্মেদ চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার মোহাম্মদপুর কেরু আমতলা গ্রামের মৃত নূরুল ইসলাম ওরফে নূরুর ছেলে এবং রুহিন হোসেন বাপ্পী মাগুরা জেলা সদরের গাংনালীয়া গ্রামের মৃত রেজাউল খানের ছেলে।
গ্রেফতারের পর তাদেরকে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গোয়ালন্দ ঘাট ও রাজবাড়ী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।