॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’-শ্লোগানকে সামনে রেখে গতকাল ৯ই ডিসেম্বর রাজবাড়ীতে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি সমাজ(সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র যৌথ আয়োজনে সকাল সাড়ে ৯টায় প্রথমে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন পৌর মিলিনিয়াম মার্কেটের সামনে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর কালেক্টরেট ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সভাপতি প্রফেসর কুদরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম. নূরুজ্জামান, ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সাধারণ সম্পাদক ও রাজবাড়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ তোছলিম উদ্দিন আহমেদ এবং সভা সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ।
আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম ও অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে দেশের বিভিন্ন সেক্টরের দুর্নীতির ফলে দেশের ক্ষতি, ধর্মীয়-সামাজিক ও জাতীয়ভাবে প্রতিরোধ করা এবং দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার জন্য করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।