॥স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ ৯ই ডিসেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জেলা পর্যায়ের নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। সভাপতিত্ব করবেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস।
জেলা পর্যায়ের নির্বাচিত জয়িতারা হলো ঃ ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরীতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার সুজয় কুমার ভাজনের স্ত্রী রাইসা সরকার, ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী’ কাটাগরীতে কালুখালী উপজেলার বানজানা গ্রামের আইনুল কবিরের স্ত্রী যুথী খাতুন, ‘সফল জননী’ ক্যাটাগরীতে পাংশা উপজেলার তর্ত্তিপুর গ্রামের হাজী চাঁদ আলী খানের স্ত্রী রোকেয়া পারভীন এবং ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করা’ ক্যাটাগরীতে গোয়ালন্দ বাজারের আড়তপট্টি এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী সালমা আক্তার।