॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় গতকাল ৩রা ডিসেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটক ‘বিসর্জন’ মঞ্চস্থ হয়।
নাটক মঞ্চায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি দিলসাদ বেগম।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর-উল-করিম, টিআইবি-সনাকের সভাপতি শংকর চন্দ্র সিনহা, পিপলস থিয়েটার এসোসিয়েশনের ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী ম. নিজাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি দিলসাদ বেগম বলেন, রাজবাড়ী জেলা শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা। আজকের এই নাটক মঞ্চায়নের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আশা করি, এভাবে সাংস্কৃতিক কর্মকান্ড ও শিল্পচর্চার মাধ্যমে রাজবাড়ী জেলা আরও এগিয়ে যাবে।
রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক অজয়দাস তালুকদারের রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন গোলাম মোস্তফা সাগর ও সহ-নির্দেশনায় ছিলেন সৈকত বর্ধন সেতু। নাটকটিতে জেলা শিল্পকলা একাডেমীর রেপার্টরি নাট্যদলের সদস্য শিহাব ইসলাম, আমিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, আশরাফুল ইসলাম, সজীব সরকার, সাইফুল ইসলাম নয়ন, শেখ কামাল, মনীষা মুন্নী, তানিয়া আক্তার, ফারিয়া সুলতানা মিম, রওশন আরা ও গোলাম মোর্তজা মোল্লা অভিনয় করেন। রাজবাড়ীর ৩টি নাট্য সংগঠন স্বদেশ নাট্যাঙ্গন, দিব্য নাট্যকলা একাডেমী ও মঙ্গলনাট নাটকটি মঞ্চায়নে সহযোগিতা করে।
উল্লেখ্য, নাটকটি মঞ্চালয়ের আগে অতিথিরা জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ষান্মাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতায়(নৃত্য, নাট্যকলা, সঙ্গীত, চারুকলা) বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন।