॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী একটি দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের চেয়ে মাত্র ১৪দিন আগে ১৯৭১ সালের ২রা ডিসেম্বর দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
তেল সম্পদে ভরপুর দেশটির ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশটিকে সাজানো হয়েছে অপরূপ সাজে। দেশটির রাজধানীসহ ৭টি প্রদেশের (আবুধাবী, দুবাই, শারজা, আজমান, উম্মুল কুয়াইন, ফুজিরা ও রাস আল খাইমা) প্রধান প্রধান শহর ও সড়কগুলোকে জাতীয় পতাকা, ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সাজানোর পাশাপাশি বিমান মহড়া, ঝর্না, আতশবাজিসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে আমিরাতবাসী।
স্থানীয়দের পাশাপাশি ভিনদেশী নাগরিকরাও আমিরাতের জাতীয় পতাকা ও শেখদের ছবি দ্বারা নিজেদের গাড়ী সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সবার মধ্যেই উৎসবের আমেজ বিরাজ করছে।
এছাড়া দিবসটির প্রথম প্রহরে (রবিবার দিবাগত রাত ১২টার পর) আমিরাতের বিভিন্ন প্রাদেশিক শহরের সাগরপাড়ে সুসজ্জিত গাড়ীগুলোর প্রদর্শনী দেখানো হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশটির ৭টি প্রদেশের শেখরা স্থানীয়দের পাশাপাশি আমিরাতে বসবাসরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।