বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা-কালুখালী উপজেলা সমিতি ঢাকা’র কার্যনির্বাহী কমিটি গঠন

  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ পাংশা-কালুখালী উপজেলা সমিতি ঢাকা’র ৪৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৯শে নভেম্বর ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২০-২০২১ইং মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রাক্তন সচিব খোন্দকার মোঃ আসাদুজ্জামানকে সভাপতি, এডঃ আব্দুর রাজ্জাক মিয়া, হাবিবুর রহমান, কাজী আলী আজম, এন.এ.এম ইফতেখার রফিক, মনোয়ার হোসেন, আব্দুল হামিদ, আইয়ুব আলী, এস.এম আজিজুর রহমান, নিহাল উদ্দিন, আব্দুল কুদ্দুস মন্ডল ও খোন্দকার রফিকুল ইসলামকে সহ-সভাপতি, পরিসংখ্যান কর্মকর্তা মঞ্জুর কাদীরকে সাধারণ সম্পাদক, এডঃ তোফায়েল আহম্মদ তোয়াহা, জাহিদুল ইসলাম, কাজী কাসানা খালেদ ও নায়মা ইয়াসমীনকে যুগ্ম-সম্পাদক, এনামুল হক মুরাদকে কোষাধ্যক্ষ, নাজমুল হাসান মিন্টু ও মোরশেদ আলম মিলনকে সাংগঠনিক সম্পাদক, এনামুল হক বাবলু ও জুলফিকার আলীকে প্রচার সম্পাদক, আব্দুস সামাদকে দপ্তর সম্পাদক, মনিরুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, তুহিনুর রহমান শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সাইদুল ইসলাম বাচ্চুকে সাহায্য ও পুনর্বাসন সম্পাদক, মেহেদী হাসান রাসেলকে উন্নয়ন সম্পাদক, সুরাইয়া বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক, আবুল হোসেনকে সমাজকল্যাণ সম্পাদক, এস.এম আমিনুর রহমান দিপু’কে ছাত্র কল্যাণ সম্পাদক, খান সাইফুল ইসলাম নকিবকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, রইস উদ্দিনকে ক্রীড়া সম্পাদক এবং আলহাজ্ব আমির হোসেন, সত্য রঞ্জন মন্ডল, প্রকৌশলী ওহিদুজ্জামান, আমিন উদ্দিন, নাদের হোসেন, মোফাকখারুল ইসলাম, কাওসার উদ্দিন, ফরিদ উদ্দিন আহম্মেদ, এম.এ বারী, জাকির হোসেন, প্রকৌশলী এটিএম শামসুজ্জামান, কাহারুল হক রাকু, আব্দুল বারী, জেবিন নেছা বিনতে রব ও জাহাঙ্গীর হোসেন বাবলুকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আকবর হোসেন।
উল্লেখ্য, ১৯৮০ সালে এই সমিতি প্রতিষ্ঠা লাভ করে। সমিতির মাধ্যমে বন্যার্তদের সাহায্য, মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, অসহায় ও দুস্থদের সাহায্য, বরেণ্য ব্যক্তিদের সংবর্ধনা, চক্ষু শিবির পরিচালনা, সমিতির মুখপত্র ’চন্দনা’র প্রকাশনা এবং ঢাকায় বসবাসরত পাংশা-কালুখালী উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে বার্ষিক বনভোজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!