॥চঞ্চল সরদার॥ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের রাজবাড়ী জেলা শাখার বার্ষিক সম্মেলন গতকাল ৩০শে নভেম্বর দুপুরে পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এটিএম আবুল কাশেম।
সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি মতিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আহম্মেদ, যুগ্ম-মহাসচিব আবুল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাহিদুর রহমান, তথ্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম কাউসার, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক সেলিম ভুঁইয়া, ফরিদপুর অঞ্চলের সভাপতি আব্দুর রব বেপারী, সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন জুয়েল, রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি আবুল হোসেন, অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি দেওয়ান আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি জুলফিকার মিয়া, বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালুখালী উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, পাংশা উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি আকানেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা।
প্রধান অতিথির বক্তব্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এটিএম আবুল কাশেম বলেন, আমরা ১০ম গ্রেডের ২য় শ্রেণীর মর্যাদা পেয়েছি। এ জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটা কিন্তু এমনি এমনি আসে নাই। এটা অর্জন করতে আমাদেরকে অনেক কষ্ট স্বীকার ও নানা প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে। আমাদের আরও কিছু দাবী আছে, সেগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি সেগুলোও পূরণের আশ্বাস দিয়েছেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী হলে আমরা আরও অনেক দাবীই আদায় করতে পারবো। সংগঠনের জন্য যারা কাজ করেছেন, আজকের অবস্থানে এনেছেন আমরা তাদেরকে স্মরণ করি-তাদের জন্য দোয়া করি। যার যার অবস্থান থেকে সংগঠনের জন্য কাজ করে যেতে হবে। তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে, তাদেরকেই সংগঠনের হাল ধরতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা পর্বের শেষে সংগঠনের পক্ষ থেকে ৩৮ জন অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও সভার আগে প্রয়াত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ আলাউদ্দিন শেখ।