॥শেখ মামুন॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০শে নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের পর গণনা শেষে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী এবং প্রিজাইডিং অফিসার মোতালেব হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
চন্দনী বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ১৫ পদের মধ্যে সভাপতি, ২টি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থীর মধ্যে গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন এবং অপর ৭টি পদের মধ্যে দপ্তর সম্পাদক, ধর্মীয় সম্পাদক, প্রচার সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যের ৪টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে কমল কুমার দাস দোয়াত-কলম প্রতীকে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সুলতান আহম্মেদ শুকুর আনারস প্রতীকে ৫২ ভোট পান। সহ-সভাপতির ২টি পদের মধ্যে বাবুল শেখ মাছ প্রতীকে ৮৮ ভোট পেয়ে ১ম হন। মোতালেব হোসেন খান উড়োজাহাজ ও ইছাক ফকির ছাতা প্রতীকে উভয়েই সমান সংখ্যক ৭৭টি করে ভোট পাওয়ায় তাদের দু’জনকেও সহ-সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে সমিতির গঠনতন্ত্র সংশোধন করে সহ-সভাপতির আরেকটি পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়।
সাধারণ সম্পাদক পদে নাজমুল হক আরদ রিক্সা প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূরুল ইসলাম বাবু মই প্রতীকে ৪৪ ভোট এবং
অপর প্রার্থী আব্দুর রশিদ চাকা প্রতীকে ৩৩ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক জুলহাস শেখ হাতি প্রতীকে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আকরাম মোল্লা খেজুর গাছ প্রতীকে ৫০ ভোট পান।
কোষাধ্যক্ষ পদে মোতালেব মোল্লা মোবাইল ফোন প্রতীকে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ফিরোজ শেখ তালা-চাবি প্রতীকে ৪৮ ভোট পান। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শংকর কুমার বিশ্বাস ফুটবল প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আছমত আলী ব্যাট-বল প্রতীকে ৫১ ভোট এবং অপর প্রার্থী শাহজাহান মিয়া একতারা প্রতীকে ৪৭ ভোট পান। সমাজকল্যাণ সম্পাদক পদে আক্তার হোসেন টিউবওয়েল প্রতীকে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি তাইজুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে ৬২ ভোট পান।
অপরদিকে দপ্তর সম্পাদক পদে প্রদীপ কুমার দাস, প্রচার সম্পাদক পদে শওকত আলী, ধর্মীয় সম্পাদক পদে আব্দুর রহিম মন্ডল এবং কার্যনির্বাহী সদস্যের ৪টি পদে মোতালেব শেখ, দিপক কুমার দাস, ওমর ফারুক ও আরিফ বিশ্বাস একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিল ১৬৯ জন। তাদের মধ্যে ১৬৭ জন ভোট প্রদান করেন। অনুপস্থিত ২জন ভোটারের মধ্যে একজন ভারতে এবং অপরজন পরীক্ষা দিতে ফরিদপুরে অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি। আগামী একমাসের মধ্যে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করবে বলে জানা গেছে।