॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের অংশ হিসেবে গতকাল ২৬শে নভেম্বর ৬৩৫ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের গম বীজ ও সার বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম, মাছপাড়ার আদর্শ কৃষক মোঃ আনসার আলী মন্ডল, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি করে গম বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ই নভেম্বর দুপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। উদ্বোধনী দিনে ৪৮৫জন কৃষকের মাঝে সরিষা ও ভুট্টা বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার বলেন, পর্যায়ক্রমে পেঁয়াজ, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।