সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা বিএনপিতে পদ পেয়েছেন ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষসহ ৩শিক্ষক

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ ‘ছাত্র রাজনীতিমুক্ত’ হলেও সদ্য ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ডাঃ আবুল হোসেন কলেজের ৩জন শিক্ষক।
তারা হলেন ঃ কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সহকারী অধ্যাপক(হিসাব বিজ্ঞান) চৌধুরী আহসানুল করিম হিটু এবং সহকারী অধ্যাপক(অর্থনীতি) ইয়াসমিন আক্তার পিয়া।
তাদের মধ্যে অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল পেয়েছেন সাধারণ সম্পাদকের সমমর্যাদার ‘সদস্য সচিব’-এর পদ। চৌধুরী আহসানুল করিম হিটু এবং ইয়াসমিন আক্তার পিয়া পেয়েছেন ‘সদস্য’ পদ। অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল এবং চৌধুরী আহসানুল করিম হিটু জেলা বিএনপির বিদায়ী কমিটিতেও ছিলেন। এবার তাদের সাথে যুক্ত হলেন ইয়াসমিন আক্তার পিয়া।
ছাত্র রাজনীতিমুক্ত বলে ফলাও করে প্রচার করা হলেও ডাঃ আবুল হোসেন কলেজের আরও কয়েকজন শিক্ষক ক্ষমতাসীন দলসহ একাধিক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তারা নিয়মিত রাজনৈতিক কর্মকান্ড করে বেড়ান। একইভাবে আরও কয়েকজন শিক্ষক এনজিওর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ অবস্থার প্রেক্ষিতে কলেজটির ৩জন শিক্ষক জেলা বিএনপির কমিটিতে পদ পাওয়ায় অভিভাবকদের মধ্যে কলেজটির লেখাপড়া নিয়ে শংকার সৃষ্টি হয়েছে।
বিগত ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এবং ২০০ সালে এমপিওভূক্ত এ কলেজের বর্তমান অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের অবসর গ্রহণের তারিখ ছিল ৮/৭/২০১৯ইং। তার অবসরে যাওয়ার নির্ধারিত তারিখের পূর্বে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলালের চাকুরীর মেয়াদ ১বছর বৃদ্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। পরে সেখান থেকে প্রস্তাব অনুমোদিত হলেও এ বিষয়ে শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ১৩/১০/২০১৯ তারিখে আপত্তি জানায়। এ প্রেক্ষিতে অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল হাইকোর্টে রিট মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫শে নভেম্বর-২০১৯ তারিখে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজবাড়ী জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ (২০১৭ সালের ১০ই জুলাই গঠিত) কমিটি ভেঙ্গে দিয়ে ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে এডঃ লিয়াকত আলীকে আহ্বায়ক, এডঃ কামরুল আলম, এডঃ কে.এ বারী, আশরাফুল ইসলাম মিয়া, এডঃ আসলাম মিয়া, তোফাজ্জেল হোসেন মিয়া, গাজী আহসান হাবিব, আকমল হোসেন ও রেজাউল করিম পিন্টুকে যুগ্ম-আহ্বায়ক, প্রিন্সিপাল মঞ্জুরুল আলম দুলালকে সদস্য সচিব এবং রোকন উদ্দিন চৌধুরী, এডঃ আসাদুজ্জামান লাল, নাসিরুল হক সাবু, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এডঃ এম.এ খালেক, নঈম আনসারী, হারুন-অর রশিদ, ইউসুফ কামাল, এডঃ রবিউল আলম, এডঃ এম.এ গফুর, আফছার আলী সরদার, এডঃ মাহবুবুর রহমান, লুৎফর রহমান খান, একেএম ইকবাল হোসেন, আবুল হোসেন খান, এডঃ আব্দুর রাজ্জাক খান, এডঃ আব্দুস সাত্তার, মশিউল আজম চুন্নু, অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু, এ মজিদ বিশ্বাস, রইচ উদ্দিন আহমেদ ডিউক, এডঃ মুক্তার কবীর খান, সুলতান ইসলাম মুন্নু, গোলাম শওকত সিরাজ, কে.এ সবুর শাহীন, ইয়াসমিন আক্তার পিয়া, রফিকুল ইসলাম ফারুক, আব্দুল গফুর মন্ডল, মনিরুজ্জামান গাজী মানিক, আব্দুস সালাম মিয়া, চাঁদ আলী খান, শেখ মোঃ নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম, লিয়াকত আলী খান, মোঃ নূরুন নেওয়াজ নূরু, মোঃ রকিবুল ইসলাম রুমা ও ইঞ্জিঃ শাহীনকে সদস্য করা হয়েছে। এ কমিটিতে ১২জন আইনজীবী পদ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!