শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় হত্যা-ডাকাতিসহ ৬টি মামলার আসামী অনু অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৩শে নভেম্বর রাতে উপজেলার মৌরাট ইউপির ধুুলিয়াট শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজী, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলার আসামী অনু খা (৩২)কে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে।
ধৃত অনু খা ধুলিয়াট শেখপাড়া গ্রামের মৃত আবু বক্কার খার ছেলে। তার নামে বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে। ধৃত অনু খা পুলিশের তালিকাভুক্ত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশ গত শনিবার দুপুর পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে অনু খাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অনু খার দেখানো মতে রাত পৌনে ১২টার দিকে বাগদুলী প্রাইমারী স্কুলের পেছনে কবরস্থানের ১নং গেটের উত্তর পাশে বাঁশ ঝাড়ের মধ্য হতে ২টি ওয়ান শুটারগান ও ১রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অনু খার বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, অনু খাকে অস্ত্রগুলিসহ গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তিভাব বিরাজ করছে। অনেকে থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ইন্সপেক্টর মোঃ আহ্সান উল্লাহ, আইজিপি পদকপ্রাপ্ত গত বছরের ১৭ই মে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে মাদককারবারী, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি তৎপরতা জোরদার করেন তিনি। অব্যাহত পুলিশী তৎপরতার ফলে অনেক মাদককারবারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!