বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আবরার হত্যার ঘটনায় বুয়েটের ২৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ২৬জন শিক্ষার্থীকে আজীবনের জন্য(স্থায়ী) বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ৬জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
গত ২১শে নভেম্বর দিবাগত রাতে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সদস্য সচিব ও ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ২৫ জনের নাম রয়েছে পুলিশের দেওয়া অভিযোগপত্রে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে আরও ৬জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছে ঃ মেহেদী হাসান রবিন, মোঃ অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ মেফতাহুল ইসলাম (জিয়ন), মোঃ মুজাহিদুর রহমান, মেহেদী হাসান রাসেল, এহতেশামুল রাব্বী(তানিম), খন্দকার তাবাককারুল ইসলাম(তানভীর), মুনতাসির আল জেমি, এএসএম নাজমুস সাদাত, মোঃ শামীম বিল্লাহ, মোর্শেদ অমর্ত্য ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মুজতবা রাফিদ, মোঃ মিজানুর রহমান, মোঃ আশিকুল ইসলাম, এস এম মাহমুদ, ইশতিয়াক আহমেদ(মুন্না), অমিত সাহা, মোঃ মাজেদুর রহমান, মোঃ শামসুল আরেফিন, মোয়াজ আবু হোরায়রা, মোঃ আকাশ হোসেন, মোঃ মোর্শেদ-উজ-জামান মন্ডল ও মুহতাসিম ফুয়াদ।
এছাড়া বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া ছয় শিক্ষার্থী হচ্ছে- আবু নওশাদ সাকিব, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ গালিব, মোঃ শাওন মিয়া, সাখাওয়াত ইকবাল অভি ও মোঃ ইসমাইল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!