॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে গতকাল ২১শে নভেম্বর রাজবাড়ী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে কবর জিয়ারত, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার আসর নামাজের পর কবর জিয়ারত শেষে মরহুমের বাড়ীতে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুজ্জামান(শহিদ বিশ্বাস), হাবাসপুর ইউপির চেয়ারম্যান ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আলীম মন্ডল এবং পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী) প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাজবাড়ী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নাদের মুন্সী হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০শে নভেম্বর সকালে কাচারীপাড়া নিজ গ্রামের বাড়ী থেকে মোটর সাইকেল যোগে পাংশা শহরে যাওয়ার পথে বাড়ীর অদূরে কাচারীপাড়া বাজারের পাশে রাস্তায় অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটর সাইকেলের গতিরোধ করে নাদের মুন্সীকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে পাংশা হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২১শে নভেম্বর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাদের মুন্সী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় সর্বস্তরের মানুষের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। নাদের মুন্সী হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। তবে পুলিশের হাতে গ্রেফতার হওয়া কয়েকজন আসামী বর্তমানে জামিনে আছে। মামলাটি সিআইডি তদন্ত করছে। এখন পর্যন্ত আদালতে চার্জশীট হয়নি বলে জানান নাদের মুন্সির বড়পুত্র পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী।