॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৪৩০ জন কৃষকের হাতে সার ও বীজ প্রদান করা হয়। সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ তালিকাভূক্ত কৃষকদের মধ্যে শরিষা বীজ ও সার প্রদান করা হয়।
গতকাল ২১শে নভেম্বর সকালে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে আয়োজিত এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়মেন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির ও দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রত্যেক কৃষকের হাতে এক কেজি করে শরিষা বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।