॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে গতকাল ১২ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় “সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে নারীর সম্পৃক্ততা” শীর্ষক আলোচনা সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মল্লিকা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী সদর থানার এএসআই রিক্তামহ প্রদ্দার ও উপস্থিত নারীনেত্রীগণ বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা পুলিশের নারী সদস্যগণ, বিভিন্ন সরকারী দপ্তরের নারী কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী প্রধান শিক্ষাগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নারী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক দিলসাদ বেগম ও প্রধান আলোচক মল্লিকা খাতুন তাদের “সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে নারীর সম্পৃক্ততা” বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও বক্তব্যে নারীরা কিভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকান্ডে সম্পৃক্ত হচ্ছে, আল-কায়দাসহ বিভিন্ন উগ্রপন্থী জঙ্গীসংগঠনগুলো কিভাবে নারীদের জঙ্গীবাদে সম্পৃক্ত করছে, মা তার সন্ত্রান জঙ্গীবাদে জড়িয়ে পড়ছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন ও জঙ্গীবাদ থেকে তার সন্তানকে কিভাবে ফেরাবে, নারীরা কিভাবে তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়নে পুরুষের সাথে সমান তালে কাজ করবে, নারী নির্যাতন, ইপটিজিং বা বাল্যবিবাহ প্রতিরোধে নারীরা তাদের সামাজিক কর্মকান্ডে কি ভূমিকা রাখবে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও তারা জেলা বাসীকে যে কোন জঙ্গীবাদ ও সন্ত্রাস সংক্রান্ত যে কোন তথ্য প্রদান ও যে কোন প্রয়োজনে সাহয্যের জন্য সরকারের ৩৩৩ ও ৯৯৯ এই দুটি নম্বরে যোগাযোগের আহবান জানান।