॥লাবনী আক্তার॥ রাজবাড়ী শহরের বিনোদপুর ২৮ কলোনী জামে মসজিদের উদ্যোগে গতকাল ১০ই নভেম্বর র্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
দুপুর আড়াইটার দিকে মসজিদ প্রাঙ্গণ থেকে জসনে জুলুসের র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক ও খানকা শরীফ বড় মসজিদ হয়ে একই স্থানে এসে শেষ হয়। এরপর বাদ আসর মসজিদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পাবনার বেড়া মসজিদের পেশ ইমাম মঞ্জুরুল ইসলাম ক্বাদরী। আরও আলোচনা করেন ২৮ কলোনী মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান। আলোচনার পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এডঃ কামরুল আলম, সহ-সভাপতি নাছিম উদ্দিন গেদু, সহ-সভাপতি ইলিয়াছ সেখ, সহ-সাধারণ সম্পাদক আফজাল দেওয়ান, সদস্য নাঈম ফকিরসহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে অর্থাৎ ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে ইন্তেকাল করেন। দিনটিকে বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী(সাঃ) হিসেবে পালন করে থাকে।