॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় গতকাল ৮ই নভেম্বর ভোরে পাবনার ঢালারচর এলাকার জেলে মোস্তাক হালদারের জালে সাড়ে ৩১ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ ধরা পড়ে।
জেলে মোস্তাক হালদার মাছটি দৌলতদিয়া ফেরী ঘাট এলাকার মাছের আড়তদার কেসমত আলীর কাছে ৯শত টাকা কেজী দরে ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি করে দেয়। কেসমত আলী মাছটি আরেক মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লার কাছে সাড়ে ৯শত টাকা কেজি দরে বিক্রি করে দেয়। পরে মাসুদ মোল্লা মাছটি ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে ১হাজার টাকা কেজি দরে বিক্রি করে।
জেলে মোস্তাক হালদার বলেন, ইলিশ রক্ষা অভিযানের সময় বসে থেকে অনেক ধার-দেনা হয়ে গিয়েছিলাম। এই বড় মাছটি পাওয়ায় সেই দেনার অনেকটাই শোধ করা যাবে।
উল্লেখ্য, এর আগে গত ৭ই নভেম্বর পদ্মা নদীর একই এলাকা থেকে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ধরা পড়ে।