শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কাশ্মিরে সবচেয়ে বড় অভিযানে ভারতীয় বাহিনী

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০১৭

॥মাতৃকন্ঠ আন্তর্জাতিক ডেস্ক॥ পুলিশের অস্ত্র ছিনতাই ও ব্যাংকের টাকা লুটপাটের পর কাশ্মিরজুড়ে ব্যাপক চিরুনি অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এক সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে একে গত ১৫ বছরে কাশ্মিরে চালানো ভারতীয় বাহিনীর সবচেয়ে বড় অভিযান বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। অভিযানে ভারতের সেনাবাহিনী, পুলিশ ওই অন্যান্য সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছেন। আর ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযানকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন এক পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার রাতে কাশ্মিরের সোপিয়ানে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে পুলিশের ৫টি রাইফেল ছিনিয়ে নেয়। এ ছাড়া কাশ্মির উপত্যকায় অন্তত ৩টি ব্যাংকের টাকা লুট করে তারা। এর প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চিরুনি অভিযান। বিভিন্ন বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য নিয়ে কাশ্মিরের বিভিন্ন জায়গায় চলছে এই অভিযান। জম্মু ও কাশ্মিরের সোপিয়ানে ঘিরে ফেলা হয়েছে ২০টি গ্রামকে। এক সেনা কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘কাশ্মিরে গত ১৫ বছরে চারপাশ ঘেরাও করে এ মাত্রার অভিযান চালানো হয়নি। এ অভিযানের লক্ষ্য হলো জঙ্গিদের ওপর চাপ তৈরি করা এবং সুরক্ষিত অঞ্চলগুলো থেকে তাদেরকে বের করে আনা।’ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এসপি পানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি নজিরবিহীন অভিযান’। দিল্লিতে সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত সাংবাদিকদের জানান, ‘উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংক লুট ও পুলিশের ওপর হামলা ও নিহতের প্রতিক্রিয়ায় এ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।’ নিয়মিত অভিযানের অংশ হিসেবেই ওই অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। এরইমধ্যে সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদিন। গত কয়েকদিন ধরে একের পর এক জঙ্গি হামলার মোকাবিলায় শুরু হওয়া অভিযানে আকাশপথেও নজরদারি চালাচ্ছে ড্রোন, হেলিকপ্টার। সোপিয়ানের বাসিন্দারাও বলছেন, গত দুই দশকের মধ্যে তারা এত বড় অভিযান দেখেননি। মোহাম্মদ আকরাম খান নামে শিরমাল এলাকার এক বাসিন্দা বলেন, ‘এই প্রথম আমাদের এলাকায় এত বড় অভিযান হলো।’ সুগান এলাকা বাসিন্দা গুলজার আহমেদ বলেন, ‘সেনারা মধ্যরাতের দিকে আমাদের গ্রামে আসে। সকালে বেশ কয়েকজন সেনা ও পুলিশ আমার বাড়িতে ঢোকে এবং প্রত্যেকটি রুমে তল্লাশি চালায়। আমাদের গ্রামের অন্য বাড়িতেও একইরকম করে তল্লাশি চালানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!