॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৩রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফী উদ্দিন পাতা, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার সাবেক মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা ও তাদের হত্যা মামলার রায় কার্যকরের দাবী জানিয়ে বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ৭৫’র ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে হত্যার পর দীর্ঘ একুশ বছর যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা হত্যার বিচারের কোনো ব্যবস্থা করে নাই। এ থেকেই বোঝা যায় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তারাই এ হত্যাকান্ডের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা হত্যার বিচারের ব্যবস্থা করে।
অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক নুরুদ্দিন মিয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুজ্জামান(শহিদ বিশ্বাস), পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।