শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু॥১ম দিনের অনুপস্থিত ৭৪জন পরীক্ষার্থী

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

॥মনির হোসেন॥ সারা দেশের ন্যায় গতকাল ২রা নভেম্বর থেকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৮ম শ্রেণীর জেএসসি(জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনে জেএসসির বাংলা ১ম পত্র পরীক্ষায় ৩হাজার ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছে ৫২ জন পরীক্ষার্থী। অপরদিকে জেডিসির কুরআন মজিদ পরীক্ষায় ৩৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছে ২২ জন পরীক্ষার্থী। প্রথম দিনে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
এ বছর কালুখালী উপজেলায় মোট ২টি কেন্দ্রে জেএসসি ও ১টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসি পরীক্ষার কেন্দ্র ২টি হলো কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় ও মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়। জেডিসি পরীক্ষার একমাত্র কেন্দ্রটি হলো হোগলাডাঙ্গী মোহাম্মদীয়া ইসলামিয়া কামিল মডেল মাদ্রাসা। তার মধ্যে জেএসসির কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২টি ভেন্যুতে বাংলা প্রথম পত্র বিষয়ে ১হাজার ৭৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২টি ভেন্যুতে একই বিষয়ে ১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। হোগলাডাঙ্গী মোহাম্মদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্রে জেডিসির কুরআন মজিদ বিষয়ে ৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন সময়ে কালুখালী বালিকা উচ্চ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) শেখ নূরুল আলম, কেন্দ্র সচিব হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সহ-কেন্দ্র সচিব শিহাব উদ্দিন মোল্লা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য শিক্ষকগণ, মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ, কেন্দ্র সচিব মোহাম্মদ আলী একাডেমীর প্রধান শিক্ষক রেজাউল করিম ও একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদসহ অন্যান্য শিক্ষকগণ এবং হোগলাডাঙ্গী মোহাম্মদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, কেন্দ্র সচিব মোহাম্মদ আব্দর রব ও সহকারী শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাসসহ অন্যান্য শিক্ষকগণ দায়িত্ব পালন করেন।
এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!