শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় ১৪জন যুব ও যুব মহিলার মাঝে ৭লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১লা নভেম্বর জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রশিক্ষত ১৪জন যুব ও যুব মহিলার মাঝে বিভিন্ন ট্রেডে ৭লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার সকালে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্ঠানে যুবঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পাংশা উপজেলা ন্যাশনাল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সফল আত্মকর্মী সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মৎস্য চাষ ট্রেডে রাজু আহমেদকে ৬০ হাজার টাকা, রুবিয়া খাতুনকে ৬০ হাজার টাকা, আকরাম হোসেনকে ৬০ হাজার টাকা, হাচিনা খাতুনকে ৬০ হাজার টাকা, আব্দুস সাত্তারকে ৬০ হাজার টাকা, শিউলী খাতুনকে ৬০ হাজার টাকা, ইলেকট্রনিক্স ট্রেডে চন্দন কুমারকে ৬০ হাজার টাকা, পোলটি ফার্ম ট্রেডে জোসনা পারভীনকে ৪০ হাজার টাকা, রিফাত সুলতানাকে ৪০ হাজার টাকা, গাভী পালন ট্রেডে লাবনী আক্তারকে ৪০ হাজার টাকা, শিউলী আক্তারকে ৪০ হাজার টাকা, জাকের হোসেনকে ৪০ হাজার টাকা, আরজিনা আক্তারকে ৪০ হাজার টাকা ও নার্সারী ট্রেডে শিল্পী খাতুনকে ৪০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। শেষে শরিফুল ইসলামের পরিচালনায় মাছপাড়া একতা সঙ্গীত একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ.কে.এম শরিফুল হুদা(সাগর মাস্টার), মাশরুম কেন্দ্রের পরিচালক কে.এম ফজলুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!