রাজবাড়ী পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে গতকাল ৩১শে অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নবগঠিত কমিটির পক্ষ থেকেও তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় -মাতৃকণ্ঠ।