॥এম.এইচ আক্কাছ॥ পদ্মা নদীর ভাঙ্গন থেকে দৌলতদিয়া ফেরী ঘাট রক্ষা ও নতুন ঘাট নির্মাণের বাস্তবতা দেখতে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৩১শে অক্টোবর দুপুর ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন, গোয়ালন্দের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি, বিআইডবি¬উটিএ’র উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল এবং দেবগ্রাম ইউনিয়ন পরিষদের হাফিজুর রহমানসহ ঘাট সংশি¬ষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নদী ভাঙনে বন্ধ হওয়া ২টি ফেরী ঘাট চালু করা এবং সচল থাকা ঘাটগুলোর স্থায়ীত্ব রক্ষায় করণীয় সম্পর্কে ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এছাড়াও তিনি ৪নং ফেরী ঘাট থেকে স্পীডবোটযোগে লঞ্চ ঘাট এবং ১, ২ ও ৩নং ফেরী ঘাট হয়ে উজানে অন্তার মোড় এবং ভাটিতে ৫ ও ৬নং ফেরী ঘাটসহ দৌলতদিয়ার চানখানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রস্তাবিত ২টি নতুন ফেরী ঘাটের স্থান পর্যন্ত ভাঙন কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন। পরে তিনি পায়ে হেঁটেও কিছু এলাকা পরিদর্শন করেন।