॥নিউইয়র্ক প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক ‘ঝবপৎবঃ উড়পঁসবহঃং ড়ভ ওহঃবষষরমবহপব ইৎধহপয ড়হ ঋধঃযবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হ ইধহমধনধহফযঁ ঝযবরশয গঁলরনঁৎ জধযসধহ’ ঠড়ষঁসব-১, ২, ্ ৩ আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরীর প্রধান লাইব্রেরিয়ান নিক বোরন এর কাছে হস্তান্তর করেন নিউইয়র্কস্থ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা।
উল্লেখ্য, নিউইয়র্কের কুইন্স লাইব্রেরীর প্রধান লাইব্রেরীয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক বোরন গত ২৮শে অক্টোবর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা’র সাথে কনস্যুলেটে সাক্ষাৎ করেন।
এ সময় কনসাল জেনারেল মহান ‘শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদযাপন সহযোগিতা প্রদানের জন্য কুইন্স লাইব্রেরীকে ধন্যবাদ জানান।
কনস্যুলেট জেনারেলের এ সকল ভূমিকার ভূয়সী প্রশংসা করে বোরন বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরীকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপন করেছে।
নিক বোরন বলেন, নিউইয়র্কে দুইশত এর অধিক ভাষার লোক বাস করেন এবং বাংলা ভাষা ভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে দিন দিন বাংলাদেশী-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষা বিভিন্ন বই পাঠকের কাছে বেশ আগ্রহ সৃষ্টি করেছে বলে তিনি জানান।